আমাদের সত্য বোঝার ক্ষমতা কার কেমন?
লিখেছেন লিখেছেন সুখ সন্ধানী ২২ এপ্রিল, ২০১৩, ০২:৪৪:১৪ রাত
আমি অনকে দিন থেকেই ভাবছিলাম একটা বিষয়ের ওপর কিছু লিখার, তা হলো আমাদের সত্য বোঝার ক্ষমতা কার কেমন?
আমরা অনেকেই হয়ত এই একই চিন্তা করি সেটা হলো আমি দিনের আলোর মত এই জিনিস টা বুঝতে পারছি ও কেন বুঝতে পারছে না? তাই আমার বুঝ টুকু চেষ্টা করি অন্যদের বোঝাতে আবার আমি ই দেখি যে আমার অন্য বন্ধুটিও একই ভাবে চিন্তা করছে এবং তার ভিন্ন চিন্তার ফসল আমাকে বোঝানোর চেষ্টা করছে, চেষ্টা করছে তার বোঝা সত্য টুকু আমাকে জানানোর। তবে আমরা সবাই একটা বিষয়ে নিশ্চিত যে সত্য কখনো বিপরীত ধর্মী হয় না, একটাই হয়। তারমানে আমাদের দুজনের একজন নিশ্চই ভুল। তাহলে কে ভুল? কার চিন্তাধারা তাকে ভুল সিদ্ধান্তের দিকে প্ররোচিত করেছে?
এ বিষয়ে আমরা যদি পবিত্র কুরআনের সাহায্য নেই তাহলে আমরা দেখব যে সত্য টুকু বুঝতে পারা এটি আল্লাহর একটি বড় নেয়ামত, আর এই নেয়ামত আল্লাহ সবাইকে দেন না, আল্লাহ পবিত্র কুরানে বলেছেন, "ওহে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদেরকে ভাল ও মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি প্রদান করবেন, তোমাদের দোষ-ত্রুটি দূর করে দেবেন, তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল। [সূরা আল-আনফাল ২৯]" এ আয়াতের মাধ্যমে আমাদের কাছে খুব সহজেই যেটা পরিষ্কার সেটা হলো যার মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া আছে তাকেই এই সত্য বোঝার নেয়ামত দান করেন আল্লাহ, সুতরাং যার যত বেশী তাকওয়া তার এই গুনটিও তত বাড়িয়ে দেয়া হয়।
এখন আমরা নিজেরাই আমাদের যাচাই করে দেখতে পারি আমাদের মধ্যে আল্লাহর ভীতি কতটুকু, কতটুকু আমি আল্লাহর বিধি নিষেধ মেনে চলছি? আমাদের মধ্যে যত বেশী তাকওয়ার পূর্ণতা আসবে তত বেশী আল্লাহ সত্য বোঝার ক্ষমতা বাড়িয়ে দিবেন। সুতরাং অন্যের সাথে তর্কে না গিয়ে আসুন নিজের হিসাবটা নিজেই নেই। আল্লাহ আমাদের নিজেদের তাকওয়া বৃদ্ধির জন্য উত্তম রূপে তাঁর বিধানগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমিন।
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন